সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ==========
বাংলাদেশের কৃষি খাতে আধুনিকায়নের এক নতুন দিগন্ত-সমলয় চাষাবাদ পদ্ধতি।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি সহায়তায় চালু হয়েছে যান্ত্রিক ধান রোপণের সমলয় পদ্ধতি, যা সময়, শ্রম ও ব্যয়ের সাশ্রয় করে কৃষিকে আরও করে লাভজনক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বটতলা শান্তিপুর লোলতই বারপটিয়া কৃষকের ৫০ একর জমিতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধান চারা রোপণের মাধ্যমে (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারই হবে টেকসই ভবিষ্যৎ ! সমলয় চাষাবাদ—বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ।
সমলয় পদ্ধতি কৃষির এক নতুন সম্ভাবনা। রানীশংকৈলে এই উদ্যোগের সফলতা দেখিয়ে দিচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। কৃষিকে যান্ত্রিক করা যায়। কৃষিতে লাভজনক হওয়া যায়। সংবাদ প্রকাশঃ ০৭-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=