কুমিল্লায় সপ্তাহ ব্যাপি চারুকলা প্রদর্শনীর উদ্বোধন-এমপি বাহার

সিটিভি নিউজ।।    সাইফুল ইসলাম শিশির,কুমিল্লা:সংবাদদাতা জানান ==
কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে স্থানীয় চিত্রশিল্পীদের নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য চারুকলা প্রদর্শনী কুমিল্লার ৫৬ চারুশিল্পীর ১৮৫ শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৪মার্চ সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আযোজিত এই চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন জেলার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি। চারুশিল্প পরিষদের সভাপতি চন্দন রায় বলেন, ‘করোনাকালীন সময়ে কুমিল্লার শিল্পীরা ঘরে বসে না থেকে কাজ করেছে। তাদের কাজের ফসল এই চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পী ইসরাত রুমা জানান, নিঃসন্দেহে এমন আয়োজন আগামী প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করবে। এমন আয়োজন আমাদের সংস্কৃতি, আমাদের কুমিল্লাকে সমৃদ্ধ করবে। প্রতি বছরই এমন আয়োজন হোক। উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
এসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী চিত্রলেখা গুহ, কবি সৈয়দ আহামাদ তারেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকীসহ আর অনেকে।

সংবাদ প্রকাশঃ  ০৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ