সিটিভি নিউজ।। চোরের উপদ্রব ও স্থানীয় মাদকসেবী ও সন্ত্রাসীদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বীরমুক্তিযোদ্ধা এ এন এম সাঈদ আহমেদ ও তার পরিবার। এই ব্যাপারে কুমিল্লা জেলা পুলিশ সুপার ,থানাপুলিশ ও স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে জানান তিনি। কুমিল্লা নগরীর দক্ষিণচর্থা থিরাপুকুর পাড় মহল্লার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সাঈদ আহমেদ ও তার স্ত্রী মেহেরুন্নেছা সাংবাদিককে জানান, গত কয়েক বছর ধরে ঐ এলাকার স্থানীয় মাদকসেবী,চোর ও সন্ত্রাসীরা তার বাড়ীতে দরজা ও জানালার গ্রীল ভেঙ্গে নানান মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে বা অভিযোগ করলে স্থানীয় সন্ত্রাসীরা তার বাড়ী ঘরে হামলা চালায় ও মহিলা মেহেরুন্নেছাকে মারধর করে। অসহায় প্রবীণ এই মুক্তিযোদ্ধা সাঈদ আহমেদ আরো জানান গত ১ ফেব্রুয়ারী রাতে তার তিনতলা বাড়ীর বন্ধ দোতালা ফ্লাটের তালা ভেঙ্গে জানালা দরজা খুলে চুরি করে নিয়েযায়। তিনি জানান তার পুত্র ও কন্যা ঢাকায় বসবাস করেন। এই বাড়ীতে তিনি তার স্ত্রী ও এক প্রতিবনন্ধি ছেলে বসবাস করে। ঐ বাড়ীতে বসবাসকারী ভাড়াটিয়োদের ধমকি হুমকি দিয়ে তাড়িয়ে দেয় সন্ত্রাসীরা। চোরেরা মুরগী, আমার বাড়ির গাছের নারিকেল, ডাব চুরি করিয়া নিয়া যায়। গত কয়েক বছরে চুরি হয়ে যাওয়া মালামালের তালিকাঃ
১। ডাইনিং টেবিলের চেয়ার ৮টি, ২। রিবোলিং চেয়ার ২টি, ৩। টেবিল ফ্যান ১টি, দুই বস্তা ডেক ডেকচি ও অন্যান্য হান্ডি, বাসন, বাটি, চামচ ইত্যাদি অনুমান ২০ পিস ৪। জিআই ২ইঞ্চি পাইপ ৬ ফুট ১০টি, ৫। জি আই পাইপ ১০ ফুট ৬টি, ৬। সোফার সেট স্পঞ্জ ৫টির সেট, ৭। উপরে পাতানো কাপড় ৫ সেট, ৮। ছোট বালিশ ৫টি। ৯। একটি লোহার জে,এর লম্বা টেবিল, ১০। লোহার ৫ সুতা রড ১০ ফুট ১০টি, ১১। রাজমিস্ত্রী বিভিন্ন যন্ত্রপাতি ৫টি, ১ শাবল ২টি, ১৩। মিস্ত্রীর কাজের টেবিল ১টি, পাঠাগারের বই প্রায় ৩ হাজার।
তারা পানির পাইপ বেয়ে ৪ তলার ছাদে উঠে যায়। সে এলাকার ও পাশ্ববর্তী এলাকার সন্ত্রাসী ও মাদকসেবীরা আমার বাড়ীর ছাদে বসে মাদক ইয়াবা ও গাজা সেবন করে। এসব বিষয়ে আমি বাধা দিলেই শুরুহয় গালাগাল ও হামলা। তিনি আরো বলেন বর্তমানে আমি অহায় ও ভীত অবস্থায় আছি। এই অবস্থায় আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
মাদকসেবী ও সন্ত্রাসীদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বীরমুক্তিযোদ্ধা সাঈদ আহমেদ
আরো সংবাদ পড়ুন