![](https://ctvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিটিভি নিউজ।। মোঃ আলমগীর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধিঃ=============
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিয়ম করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদের বড় ভাই আবির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা আরিফুর রহমান, কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মো: ইয়াছিন আরাফাত, মনোহরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, মুখ্য সংগঠক সাগর হোসেন, মুখপাত্র ফজলুল করিম ফিরোজসহ অন্যান্যরা।
মতবিনিময় কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মডেল উপজেলা গড়ার রূপরেখা উপস্থাপন করা হয়। তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্র প্রতিনিধিদের কার্যক্রমে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে ওইদিন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সচেতনতামুলক লিফলেট বিতরণ এবং জুলাই বিপ্লবে মনোহরগঞ্জের একমাত্র শহীদ মনির হোসেনের গ্রামের বাড়ি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামে কবর জিয়ারত এবং আহতদের সাথে সাক্ষাৎ করা হয়। উল্লেখ্য, শরীফুল ইসলামকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে গত ৩১ ডিসেম্বর ২৪ইং মনোহরগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইশত বিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ সাকিব হোসাইন এবং সদস্য সচিব জিয়া উদ্দীন রুবেল। সংবাদ প্রকাশঃ ০৪-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=