সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ===============
কুমিল্লার মনোহরগঞ্জে কমলা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ২৬ অক্টোবর রবিবার দিবাগত রাতে উপজেলার খিলা ইউপির বান্দুয়াইন গ্রামে তার বাড়ির পাশের খাল থেকে মনোহরগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সোমবার সকালে লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে একটি ইলেকট্রনিক্স মাল্টিপ্লাগ হাতে বাড়ির পাশে বান্দুয়াইন বাজারে যান তিনি (কমলা বেগম)। স্বজনরা জানান এরপর থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। রাত প্রায় সাড়ে দশটার দিকে স্থানীয় বাসিন্দারা টর্চ লাইটের আলোতে তার বাড়ির পাশের খালে তার লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি মনোহরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল থেকে বোরখা পরা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার বাড়ি উপজেলার খিলা ইউপির বান্দুয়াইন গ্রামে। সে ঐ গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ সময় খালপাড়ে রাস্তার উপর পড়ে থাকা মাল্টিপ্লাগটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে কামরুজ্জামান এর আবেদনের প্রেক্ষিতে মনোহরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
মনোহরগঞ্জে খাল থেকে মহিলার লাশ উদ্ধার
আরো সংবাদ পড়ুন