Saturday, January 25, 2025
spot_img
More

    কুমিল্লা আড়াইওরা মহাশ্মশানে চলছে ২০ হরিনাম সংকীর্তন

    সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার (কুমিল্লা সংবাদদাতা )।।
    গত ২২ জানুয়ারি বুধবার অধিবাস অন্তে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশানে ২০ প্রহর ব্যাপী চলছে ২২তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব।
    তদুপলক্ষে গেলো একুশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৫টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এবং গত ২২ জানুয়ারি বুধবার বেলা ১২টায় শ্রী শ্রী কালী মায়ের পূজা ও হোম এবং বিকেল সাড়ে ৪টায় শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন। এতে পৌরোহিত্য করেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার শ্রী বলরাম গোস্বামী।
    গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রীকৃষ্ণ চন্দ্র পাল ২০২৪ সালে মহাশ্মশানে সৎকারকৃত প্রত্যেক বিদেহী আত্মার সৎগতি (শান্তি) কামনায় পিন্ডদান করেন। গেলো বুধবার অধিবাস অন্তে ২০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়েছে চলবে ২৫ জানুয়ারি শনিবার সূর্যোদয় পর্যন্ত ।
    উৎসব উপলক্ষে ২৪ জানুয়ারি শুক্রবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
    এতে নামামৃত পরিবেশন করছেন খুলনা দাকোপ হতে আগত নব নিত্যানন্দ সম্প্রদায় ও বন্ধু সুন্দর সম্প্রদায়, খুলানা পাইকগাছা লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায়, ফেনী গিরিধারী সম্প্রদায়, সাতক্ষীরা মিরা গিরিধারী সম্প্রদায় ও কুমিল্লা নব বিশ্বমঙ্গল সম্প্রদায়। মহোৎসবকে ঘিরে মন্দিরের দুপাশে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
    এদিকে, আসছে ৩১ জানুয়ারি শুক্রবার আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশানস্থিত শ্রী শ্রী আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশানে অবস্থিত নবনির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন। তদুপলক্ষে পূজার্চনা শেষে মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত পাল ও কোষাধ্যক্ষ ডাঃ খোকন কুমার নন্দী। সংবাদ প্রকাশঃ ২৪-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments