সিটিভি নিউজ।। ফরহাদ রহমান=== কক্সবাজার সংবাদদাতা জানান =========
কক্সবাজার টেকনাফের লেদা বিশেষ অভিযানে ৪,৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১.৩০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে, মায়ানমার হতে একদল মাদক পাচারকারী লেদা বিওপির
আওতাভূক্ত বিআরএম-১১ হতে প্রায় ০১ কিঃ মিঃ দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যালোচনার মাধ্যমে
অধিনায়ক, ২ বিজিবি এর তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি হতে পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনার সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারে লিপ্ত দলটি পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময়, মাদক পাচারকারী দলের কয়েকজন সদস্য দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায় এবং আরোও কিছু ব্যক্তি কয়েকটি বস্তা নিয়ে
আলিখালের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে। অভিযানরত বিজিবি সদস্যরা ধাওয়া করলে অপর দলটি রাতের আধাঁরের সুযোগে খরেরদ্বীপ হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে সমর্থ হলেও তাদের বহনকৃত বস্তাগুলো বিক্ষিপ্তভাবে ফেলে রেখে যায়। এ সময় টেকনাফ ব্যাটালিয়নের অভিযানরত
এলাকা তল্লাশী করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত সর্বমোট ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, অভিযান চলাকালে মাদক বহণের সাথে বাংলাদেশী কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে। সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=