Saturday, January 18, 2025
spot_img
More

    কুমিল্লায় অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===
    কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে বহিরাগত কর্তৃক লাঞ্ছিত ও কলেজ থেকে বের করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা। বুধবার সকাল ১১ টায় কলেজের সামনে কোটবাড়ি কুমিল্লা সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায় গত সোমবার দুপুরে কলেজে প্রবেশ করতে চেষ্টা করে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও জামায়াতের ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরী শাখার সহ সভাপতি ইফতেখার আলম ভুুঁইয়া ও তার ভাই কাউসার আলম ভুুঁইয়া। গেট খুলতে বিলম্ব হওয়ায় কলেজে ঢুকে অধ্যক্ষকে শাসাতে থাকেন। বেশ কয়েকবার থাপ্পড় নিয়ে তেড়ে যান ইফতেখার ও তার ভাই কাউসার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইফতেখার আলম ভুুঁইয়াকে বলতে শোনা যায় “একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু, বের হ”। আকস্মিক ঘটনায় হকচকিত হয়ে যান অধ্যক্ষ ও উপস্থিত সবাই। সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্য শিক্ষকরা অধ্যক্ষকে নিয়ে বের হয়ে যান।

    খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে কুমিল্লার কোটবাড়িতে সিটি কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা অনেক শেয়ারহোল্ডারদের মধ্যে ইফতেখার আলম ভুুঁইয়া অন্যতম।তিনি সে সময় কলেজটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ পদেও নিয়োগ পান। ৪ বছরের মাথায় পরিচালনা নিয়ে ঝামেলা লাগে। গুটিকয়েক পরিচালক নিয়ে কলেজ পরিচালনা করছে ইফতেখার। অর্থের প্রপার হিসাব দিতে পারে নাই বলে অন্য পরিচলকরা অভিযোগ করে। এ নিয়ে অন্যান্য পরিচালকদের সাথে ঝামেলা বাঁধে। একপর্যায়ে কলেজ প্রাঙ্গণে পরিচালক এডভোকেট আরিফুজ্জামানের সাথে হাতাহাতি হয়। উভয়ে উভয়কে আহত করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকেই এরেস্ট করে থানায় নিয়ে যায়। অন্যান্য পরিচালকরা থানায় বসে প্রাথমিক মিমাংসা শেষে তাদের ছাড়িয়ে আনে।
    পরবর্তীতে অর্থের সুষ্ঠু হিসাব দিতে না পারায় প্রিন্সিপ্যাল পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদের সভায়।
    একপর্যায়ে সে নিজে তার শেয়ার তুলে নিবে বলে জানায়। মোট শেয়ার বাবদ ২৯৩৭৫০০/- নিয়ে যায়। যার চেক, ভাউচার, আপোষনামা, চুক্তিপত্র রয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট।
    অর্থ তছরুপের দায়ে ঘটনায় পরিচালক আরিফুজ্জামান, সেলিম রেজাসহ ৩ জন বাদি হয়ে ইফতেখার আলম ভুঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে।

    কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে ইফতেখার আলম ও তার ভাই কলেজ দখলে নিতে দফায় দফায় কলেজে প্রবেশ করে। এরই ধারাবাহিকতায় গত সোমবার কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে লাঞ্ছিত করে।
    অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সর্বত্র। অধ্যক্ষকে লাঞ্ছিত ও অবৈধভাবে কলেজে প্রবেশ করে হট্টগোল করার প্রতিবাদে বুধবার সকালে কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, কলেজ প্রাঙ্গণে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করা খুবই দুঃখজনক। আমরা অনতিবিলম্বে এর বিচার চাই। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন শিক্ষার্থীরা। সংবাদ প্রকাশঃ ১৭-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments