নারায়ণগঞ্জে আরও ৫৪ জন করোনায় আক্রান্ত মোট মৃত্যু ১১০

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : দিনের পর দিন জেলায় মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যেন থামার নামই নিচ্ছে না। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন উদ্যোগও নিয়েছে প্রশাসন। তবুও যেন কাবুতে আসছেনা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪ হাজার ৯৭৯। ২৭ জুন (শনিবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
২৬ জুন (শুক্রবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৯২৫। মোট সুস্থ ২৪৭১জন। মোট মৃত্যু ১১০।
২৭ জুন (শনিবার) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (২৬ জুন সকাল ৮টা হতে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় ২৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৩৯১০জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৫৪ জন, মোট আক্রান্ত ৪৯৭৯ জন। নতুন আরও কোন সুস্থ নেই, মোট সুস্থ ২৪৭১ জন। নতুন করে কোন মৃত্যু নেই, মোট মৃত্যু ১১০।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৬৮, বন্দর উপজেলায় ১৭১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৪০, রূপগঞ্জ উপজেলায় ৯৮১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৮০ ও সোনারগাঁও উপজেলায় ৪৩৯ জন। পুরো জেলায় ৪৯৭৯ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬০, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১১০ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন। পুরো জেলায় ২৪৭১ জন।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email