সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ===============
কুমিল্লার মনোহরগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে উপজেলার কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকায় খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। ১৪ জানুয়ারী মঙ্গলবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে
১৫ জানুয়ারী বুধবার এ মানববন্ধন করার কথা জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে
পাঠদান সংক্রান্ত মতবিনিময় সভা করছিলেন তিনি। এ সময় স্থানীয় মোজাম্মেল হক মন্টুসহ অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি দল
বিদ্যালয়ের ভিতরে এসে শিক্ষকদের অফিসকক্ষে প্রবেশ করে আমার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাথাড়ী কিল, ঘুষি মেরে
আমাকে আহত করে। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন। তিনি (মোজাম্মেল হক মন্টু) বিদ্যালয়ের
সভাপতি প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সভাপতি হিসেবে ওনার নাম প্রস্তাব করি না কেন এ নিয়ে একাধিকবার আমি ও
আমার শিক্ষকদের হুমকী ধামকী দেয়ার অভিযোগ করেন প্রধান শিক্ষক। তনি বলেন মঙ্গলবার বিদ্যালয়ে হামলার ঘটনাটি উপজেলা
নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান। এ ঘটনায় মঙ্গলবার মনোহরগঞ্জ থানায় একটি
লিখিত অভিযোগ করার কথাও জানান তিনি।
এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে এ ঘটনায় একটি অভিযোগ
প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের সাথে কথা হলে তিনি বলেন প্রধান শিক্ষক বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে আইনগত
ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। সংবাদ প্রকাশঃ ১৫-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
মনোহরগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আরো সংবাদ পড়ুন