জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     কামরুজ্জামান কানু সংবাদদাতা জানান==# জামালপুরের মেলান্দহে ৭-নং চরবানিপাকুড়ীয়া ইউনিয়নের বেতমারী দক্ষিন পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে মতিয়র রহমান (৪২) ফুলেছা(৩৮) ছামিরন (৪৫) হোসনারা বেগম (৩৩) সরফুল (৬৫) লাইলী বেগম (৬৫) ও ফুলে (৩২) গুরুতর আহত হলে স্হানিয়রা তাদেরকে উদ্ধার করে  জামালপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরন করে। জানাযায়, ক্রয়কৃত  ‘৫২ শতক আবাদী জমি দির্ঘদিন থেকে মতিয়ার রহমান গংরা চাষাবাদ করে আসছে। ঔ জমিতে শরীষার চাষ করে কিন্ত সুলতান আকন্দের ছেলে তোতা গং রা আবাদী শরীষা চাষ করা জমিতে অনধীকার (মতিয়ার রহমানের, তার দল বল) নিয়ে জোর পুর্বকজমিতে  প্রবেশ করে তোতা গং দখল করতে আসিলে হবিবর রহমান গং বাধাদিতেগেলে তাদেরকে সন্ত্রাসী গংরা লাঠি, রর্ড দ্বারা আঘাত করতে থাকে এক পর্ষায়ে হবিবর তোতা গংদের পক্ষের মহিলা সহ সাত জন আহত হয়।অপর দিকে হবিবর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছে। মেলান্দহ থানার মামলা নং – ১১ তাং ১৬-১-২০২১

সংবাদ প্রকাশঃ  ১৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email