কুমিল্লা সদরের ভুবনঘরে ‘আবদুল গণি বাবুল মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

সিটিভি নিউজ।।    আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আবদুল গণি বাবুল স্যারের স্মরনে কবির স্মৃতি সংসদের উদ্যোগে ১৬ জানুয়ারি ২০২১ শনিবার রাতে উক্ত বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী ‘আবদুল গণি বাবুল মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে জীবনগ্রাসী মাদকের বিরুদ্ধে যুব সমাজের সচেতনতা সৃষ্টির পাশাপাশি শ্রদ্বেয় বাবুল স্যারকে সম্মান জানানো হচ্ছে। ‘রাতের তারার ঝিলিকে, আলোয় আলোয় শট বাউন্ডারি ক্রিকেট’ শ্লোগানে দৃষ্টি নন্দন আলোক সজ্জায় মনোরম পরিবেশে খেলা প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত চলবে। এন্টি ফি ছাড়া নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা ও কুমিল্লা মহানগর হতে ৬৪টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। আকর্ষণীয় এই টুর্নামেন্ট ক্রীড়া মোদিদের মাঝে বিশেষ সাড়া জাগিয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীর অংশগ্রহণে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জিল হোসেন, ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব কুদ্দুসুর রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব আহাম্মেদ গোলাম সারওয়ার , মহিলা মেম্বার মোসাঃ নাজমা আক্তার, ব্যবসায়ী একেএম শাহীনুজ্জামান কাজল, আবুল কাশেম মেম্বার, কামাল হোসেন মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে শক্তিশালী ওল্ড ভার্সন ক্রিকেট একাদশ বনাম শক্তিশালী রাইজিং স্টার ক্রিকেট একাদশ , শক্তিশালী ক্রিকেট একাদশ কোটবাড়ি বনাম শক্তিশালী স্টার ইলেভেন ক্রিকেট একাদশ এবং শক্তিশালী কালখরপাড় ক্রিকেট একাদশ বনাম শক্তিশালী শিমপুর ক্রিকেট একাদশ এর মধ্যে তিনটি খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রকাশঃ  ১৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ