Saturday, January 4, 2025
spot_img
More

    বরুড়া ক্লাব’৯২ এর মেগা গেটটুগেদার-২০২৪ উদযাপিত

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :সংবাদদাতা জানান ==== ”বন্ধুত্বের বন্ধনের সুদৃঢ়তায় ঐক্যবদ্ধ বরুড়া ক্লাব’৯২, সমৃদ্ধ বরুড়া, সমৃদ্ধ বাংলাদেশ” এমন প্রত্যয়ে ২৮ ডিসেম্বর’২৪ রোজ শনিবার দিনব্যাপী রেড উইং রেস্টুরেন্ট, লতিফপুর, বরুড়া, কুমিল্লায় জাঁকজমকভাবে বরুড়া ক্লাব’৯২ এর মেগা গেটটুগেদার-২০২৪ উদযাপিত হলো। বেলা সাড়ে দশটায় রেড উইং রেস্টুরেন্ট এর হল রুমে বরুড়া উপজেলার এস এস সি ১৯৯২ ব্যাচ এর প্রায় শতাধিক বন্ধুদের মেগা গেটটুগেদার উদযাপিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়ে রাত প্রায় সাড়ে সাতটায় সমাপ্ত হয়।

    বন্ধুত্বের বন্ধনের সুদৃঢ়তায় এসএসসি- ১৯৯২ এর বন্ধুদের আন্তরিকতায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত বরুড়া ক্লাব’৯২। একটি সুলিখিত গঠনতন্ত্রের আলোকে বরুড়া ক্লাব’৯২ বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার নিমিত্তে সেবামূলক সামাজিক কর্মসূচী ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে চলমান। তারই ধারাবাহিকতায় বন্ধুদের সম্মিলিত সহযোগীতায় শনিবার বরুড়া ক্লাব’৯২ এর মেগা গেটটুগেদার-২০২৪ উদযাপিত হলো।

    এ মেগা গেটটুগেদারে কুমিল্লা জেলা’৯২এর বন্ধুরা বিশেষ করে কুমিল্লা মহানগরীর একজাঁক বন্ধুও আমাদের এমন আয়োজনে মিলিত হয়। প্রায় শতাধিক বন্ধু একসঙ্গে সারা দিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচ, গানে মশগুল ছিল। এখানে ছিল না কোনো অভিভাবক, এমনকি জুনিয়ররাও। ফলে নিজেদের মধ্যে আলাপচারিতায় দিনটি চমৎকার উপভোগ্য হয়েছে। যেন হারিয়ে গেছি সেই ১৯৯২ সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি।

    শিক্ষা জীবনশেষে বন্ধুরা বিভিন্ন পেশায় কর্মরত। এমন মেগা গেটটুগেদারে বন্ধুরা কেউ ব্যবসায়ী, কেউ চাকরীজীবি, কেউ রাজনীতিবিদ কেউ মধ্যপ্রাচ্য বা ইউরোপে অবস্থান করছেন। এরপর বন্ধুদের সার্বিক আর্থিক সহযোগীতায় এমন আলোকিত মেগা গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের এমন গেটটুগেদারে সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের পরিচিতি সভা, র্যাফেল ড্র। শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। প্রয়াত বন্ধুদের জন্য মোনাজাত করা হয়।
    উদ্যোক্তা বন্ধুরা বরুড়া ক্লাব’৯২ এর ধারাবাহিক কর্মসূচীকে আরও গতিশীল করার নিমিত্তে আসছে নতুন বছরের ফেব্রুয়ারীতে বিশাল আকারে বরুড়া ক্লাব’৯২ এর সকল সদস্যদেরকে নিয়ে পিকনিক আয়োজন করবে। সংবাদ প্রকাশঃ =২৯-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments