বাঞ্ছারামপুরে সাংবাদিককে হত্যার হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে “মানব বন্ধন “

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি। ================
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রেসক্লা‌বের তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ‌কে হত্যার হুমকির প্রতিবাদে ও হত্যার হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: নাসির আহ‌মেদ বলেন, বাঞ্ছারামপুর সহ দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাছাড়া যে সাংবাদিকের ওপর হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি আমলে এনে আসামীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। নতুবা, আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবেনা। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। থানায় অ‌ভি‌যোগ করা সত্বেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না।
হুমকির স্বীকার ও অ‌ভি‌যো‌গের বাদী সোহাইল আহমেদ বলেন, হুমকিদাতা শাহজাহান ও তার ছোট ভাই জ‌মির উ‌দ্দিন গং কে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর উপজেলার চরশিবপুরে নদীতে অবৈধ ঘের দিয়ে মাছ শিকার এমন একটি ছবিসহ ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে শাহজাহান মিয়া ও তার ছোট ভাই জ‌মির উ‌দ্দিন হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) রতেব চন্দ্র দাস বলেন, সোহাইলের অ‌ভি‌যোগ‌টি নথিবদ্ধ হয়েছে। এটি জেলা আদালতে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশনা পেয়ে ব্যবস্থা নিবো।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমরানুল হক (আশেক এমরান), সহ সভাপতি ফয়সল আহমেদ খান, আলাউ‌দ্দিন সাদী, মেহাম্মদ শাহীন আহম্মেদ সাজু, সোহাইল আহ‌মেদ সহ যুবদলের আহবায়ক হারুন আকাশ প্রমূখ। সংবাদ প্রকাশঃ =২৬-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন