Sunday, December 22, 2024
spot_img
More

    চৌদ্দগ্রামে যুব সম্মেলন জনসমুদ্রে পরিণত ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না – ডাঃ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

    সিটিভি নিউজ।। নুরুল ইসলাম।। সংবাদদাতা জানান =====
    বাংলাদশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিজম ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা। এ দেশেও সেটা হবেনা। বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই। ফ্যাসিবাদী আ’লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশের মুক্তিকামী ছাত্র-যুবক ও সাধারণ জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা ও তাঁর দোসরদের দেশ থেকে পালাতে বাধ্য করেছে।
    ২০২৫ সালের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবী। জামায়াত একটি কল্যানকর রাষ্ট্র চায়।
    গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, নারীর অধিকার ও সংখ্যালুঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরী করছে। আমরা সংখ্যালুঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোন কিছু চাপিয়ে দেব না। প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যানকর রাষ্ট চায়।অতীতে চৌদ্দগ্রামে যারা ক্ষমতায় ছিল, তারা সাধারণ মানুষের প্রতি অনেক জুলুম নির্যাতন চালানোর পাশাপাশি সমাজের শিক্ষিত, মুরব্বি শ্রেণী ও আলেমদের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। ভবিষ্যতে চৌদ্দগ্রামের সাধারণ মানুষের দিকে কেউ বাঁকা চোখে তাকালে কিংবা কাউকে অসম্মান করলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কারণ, পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতাসহ যত পরিবর্তন হয়েছে, তার অধিকাংশই যুবকদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। তিনি বলেন, আজকের যুব সমাজ বাংলাদেশকে বিনির্মাণের জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। চৌদ্দগ্রামের কোন যুবক বেকার থাকবে না এমনকি কোন পরিবারও দরিদ্র থাকবে না। এই প্রত্যাশা করে তিনি প্রত্যেক যুবক ও পরিবারের কর্মক্ষম সদস্যদের কর্মে নিয়োজিত থেকে বেকারত্ব দূর করার আহবান জানান। এজন্য তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবেও আশ^াস দেন।
    ডাঃ তাহের আরও বলেন, বিগত সরকারের সময়ে গোটা চৌদ্দগ্রাম মাদকের সয়লাভ হয়েছিল। এখনো তার ধারাবাহিকতা চলে আসছে বলে অভিযোগ রয়েছে। এ মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন চৌদ্দগ্রামবাসীকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমি চৌদ্দগ্রামে সংসদ সদস্য থাকাকালিন বেশ কিছু মৌলিক উন্নয়ন কর্মকান্ড করেছি। তার মধ্যে চৌদ্দগ্রামকে পৌরসভায় উন্নীতকরণ, সরকারী হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস ও ডিজিটাল টেলিফোন স্থাপন, প্রায় ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ প্রদানসহ বড় বড় রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ভবন গড়ে তুলেছি। আগামীতে আবারও সুযোগ পেলে দলমত নির্বিশেষে চৌদ্দগ্রামের সকল মানুষের জন্য ইনসাফের ভিত্তিতে ব্যাপক কাজ করে যাবো, ইনশাআল্লাহ। ডাঃ তাহের আরও বলেন

    তিনি শনিবার(২১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মু. জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা মহানগরী আমীর কাজ¦ী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুর রহমান, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাওলানা মু. মাহবুবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় যুব সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার সৈয়দ আবদুল্লাহ মু. তাসবীর, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবির সভাপতি নাজমুল হাসান, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী মু. আইউব আলী ফরায়েজী, কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের মু. জয়নাল আবেদীন, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, পৌর সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। কোরআন তেলাওয়াত করেন মাওলানা এম কে রায়হান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবির, যুববিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চৌদ্দগ্রামবাসী এমন একজন যোগ্য নেতা পেয়েছে। যিনি শুধু চৌদ্দগ্রাম নয়, গোটা দেশ ও দেশের মানুষের উন্নয়নের চিন্তা করে। তাই, ডাঃ তাহেরকে আবারও আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে ভুমিকা রাখতে সহযোগিতা করুন।
    ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মু. জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনার বুঝা উচিত ছিল পৃথিবীতে ফেরাউন, নমরুদসহ যত স্বৈরাচার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সকলকেই অপমান অপদস্ত হয়ে ক্ষমতা ও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তাদের পথ ধরেই স্বৈরাচারী ও খুনি হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পূর্বশূরীর নেতারা অন্যায়ের সাথে আপোষ না করে আমাদেরকে যে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে ছাত্র-যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আধিপত্যবাদ ও সামাজ্যবাদকে আর কোনভাবে বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠার সুযোগ দেয়া হবে না।
    তিনি ভারতকে উদ্দেশ্যে করে বলেন, পলাতক হাসিনার পক্ষে অবস্থান নিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে, তার দেশের ছাত্র-যুব সমাজ সফল হতে দেবে না। সংবাদ প্রকাশঃ =২১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments