Friday, December 20, 2024
spot_img
More

    কুমিল্লায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান; ২জনের জেল ১জনের বিরুদ্ধে মামলা

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ====
    কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র উদ্যোগে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসময় একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়াও ২ মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ১৮ ডিসেম্বর ভোর ৫টা থেকে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ, কাস্টমস ও জেলা প্রশাসনের সদস্যগন অভিযানে অংশগ্রহণ করেন ।
    জেলা সদরের কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়ি ও আখড়ায় একযোগে সাঁড়াশি অভিযান চালায় টস্কফোর্স । অভিযানে ১০০পুড়িয়া গাঁজা সহ ধর্মপুর শাহআলম মেম্বার বাড়ির মৃত মনজিল মিয়ার স্ত্রী, মাদক ব্যবসায়ী শাফিয়া আক্তার(৫৭) কে হাতেনাতে আটক করা হয়।

    এছাড়াও, ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে একই এলাকার আমির হোসেন এর ছেলে জাকির হোসেন(৪২), ও হারুন মিয়ার ছেলে আমান হোসেন (৪০) কে আটক করা হয়। নিজেদের দোষ স্বীকার করার মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাদাৎ হোসেন আটককৃত জাকির হোসেন কে ৩ মাস এবং আমান হোসেন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    গাঁজা সহ আটক শাফিয়ার আক্তারের বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ প্রকাশঃ =১৯-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments