Thursday, December 19, 2024
spot_img
More

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও এনডিএফ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

    সিটিভি নিউজ।। নুরুল ইসলাম।। সংবাদদাতা জানান =====
    সেবার মহান ব্রত নিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র‌্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা।
    দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিলা মহানগরী শাখা ও ন্যাশনাল ডক্টর ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
    এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে মহানগর জামায়াত ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন ইউনিটে আলোচনা সভা সহ নানাহ কর্মসূচি পালন করছে।
    ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও বাত-ব্যথা বিভাগ, সার্জারি বিভাগ, গাইনোকলোজি ও প্রসূতি বিভাগ, শিশু বিভাগ, হৃদরোগ বিভাগ, ডায়াবেটিক বিভাগ, চর্ম ও যৌনরোগ বিভাগ, নাক, কান ও গলা বিভাগ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগে বিনামূল্যে রোগী দেখা ও ঔষধ বিতরন করা হয়। নগরীর টাউন হল মাঠের দক্ষিণ পাশে সকাল ৮টা থেকে বেলা ১২ টা পযর্ন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর সময় থাকলেও রোগীর চাপ থাকায় দুপুর ২টা পযর্ন্ত রোগী দেখা হয়। ডাক্তার বাবার আরো জানান, জাতীয় দিবস সমূহ, বন্যা দূর্গত এলাকাসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে, দুর্যোগে অসহায় নিপীড়িত মানুষের পাশে কাজ করে যাচ্ছে এনডিএফ।
    উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজকে আমাদের বিজয় দিবস। আমাদের যেমন আনন্দ আছে, তেমনি বেদনাও রয়েছে । এ দুটোকে সামনে রেখে অসহায় মানুষদের কাছে সেবস পৌছানোর জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যারা ডাক্তারের কাছে যেতে পারেনা, চিকিৎসা করাতে পারেনা, আমরা এসব অসহায় মানুষদের মাইকিং করে এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। তিনি আরো বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত যারা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন আত্ন ত্যাগ দিলেন আমরা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।
    এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন,মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।
    পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় । সংবাদ প্রকাশঃ =১৬-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments