সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : আজ ১০ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা নিউমার্কেট-এর (৫ম তলায়) ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টারে সমতটের কাগজ-এর আয়োজনে বাংলাদেেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী অধ্যাপক আবু জাফর-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা জেলার সভাপতি রসিক কবি আবদুল কাইয়ুম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, কাফেলার সিইও মো: জাহাঙ্গীর আলম হাজারী, ফেনী ফুলগাজী বেগম খালেদা মহিলা কলেজ-এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জাতীয় কবি পরিষদ কুমিল্লা জেলার সিনিয়র সহসভাাপতি কবি-গীতিকার শিপন মানব, ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টার-এর স্বত্বাধিকারী-সৃজনশীল লেখক মো: জহিরুল আলম, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুল আলম সেলিম মিয়াজী ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান প্রযক্তি ও গবেষণা সম্পাদক নেকবর হোসেন। সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কাফেলার সদস্য জসিম উদ্দিন, ডাঃ মোহাম্মদ উল্লা ভোলাইনি, অভিপ্রায় সংগঠনের উপদেষ্টা মো: সোহেল,অভিপ্রায় সংগঠনের সভাপতি এডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন ও সৃজনশীল সংগঠক মোবারক হোসেন সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কবি ও নাট্যশিল্পী সানজিদা রোমানা, কবি রোখসানা সুখী, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশবরেণ্য গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী-অধ্যাপক আবু জাফরের মৃত্যুতে আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করে গেছেন ক্ষণজন্মা এই কালজয়ী গীতিকার। নিভৃতচারী এই মানুষটি এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়েসহ অসংখ্য কালজয়ী গান লিখে আমাদের বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করে গেছেন। তিনি বেঁচে থাকবেন তার কালজয়ী অসংখ্য গানের মাধ্যমে। বিবিসির শ্রেষ্ঠ বাংলা গানের জরিপে আবু জাফরের গান রয়েছে। বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে ততদিন প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি, সংগীতশিল্পী এবং অধ্যাপক আবু জাফর-এর কালজয়ী গান ও কবিতা বেঁচে থাকবে বাংলা ভাষাভাষী প্রতি মানুষের অন্তরে। এছাড়া বরেণ্য গীতিকার আবু জাফর-এর স্মরণসভায় উপস্থিত বক্তারা আজ ১০ ডিসেম্বর সকালে কুমিল্লার প্রগতিশীল-সৃজনশীল ব্যক্তিত্ব মো: আবদুর রাজ্জাক-এর ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সাথে কুমিল্লার কবি-সাহিত্যিক-শিল্পী ও সমঝদারদের আগামী দিনগুলিতে ঐক্যবদ্ধ থাকারও আহবান করা হয়। সবশেষে রসিক কবি আবদুল কাইয়ুম গীতিকার-সুরকার আবু জাফরের লেখা-তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম গানটি পরিবেশনের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি টানে। সংবাদ প্রকাশঃ =১১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সমতটের কাগজ-এর আয়োজনে প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী অধ্যাপক আবু জাফর-এর স্মরণসভা অনুষ্ঠিত
আরো সংবাদ পড়ুন