Sunday, November 24, 2024
spot_img
More

    আড়াইহাজারে বেপরোয়া সিএনজি কেড়ে নিল গৃহবধুর প্রাণ

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া অটো সিএনজির রডের হোচট খেয়ে মাথায় গুরুতর জখম হয়ে গৃহবধু রুবি বেগম (৪৫) মারা গেছে।
    শনিবার (২৩ নভেম্বর) বিকালে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে রুবি বেগম নিজ বাড়ির যাওয়ার উদ্দ্যেশে ভুলতা থেকে অটো সিএনজি করে বিশনন্দী যাচ্ছিল। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি অটো চালালে ওই নারী তাকে বার বার সর্তকতার সহিত আরও কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথার কোন কর্ণপাত না করে গতি আরও বাড়িয়ে দেয়। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজি অটো পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক থামানো চেষ্টা করলে রুবি সিএনজি অটো রডে হোচট খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতম জখম হয়। এসময় তার মাথা থেকে রক্ষক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রæত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে ঘরমুখো যাত্রী সাধারণ।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন সিএনজি চালক হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
    স্থানীয়রা জানিয়েছে, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী প্রায় সকল সিএনজি চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। বেপোরেয়া গতিতে সিএনজি চালিয়ে প্রতিনিয়ত যাত্রীদের জানমালের ক্ষতিসাধন করছে। কম গতিতে কিংবা ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলে চালকরা যাত্রীদের শারীরিক ও মানসিক আঘাত করতেও দ্বিধা করেনা। উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোন প্রদক্ষেপ না নেয়ার চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ =২৪-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments