নারায়ণগঞ্জ শহরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ শহরে আবরো ট্রেনের নিচে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে শহরের ২নং গেইটের রেল ক্রসিংয়ে। ট্রেনে কাটা পড়ে ওই তরুণের দেহ দ্বিখন্ডিত হয়ে গেছে। তবে তার পরিচয় সনাক্ত হয়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত। নিহতের পড়নে গেঞ্জি আর জিন্সের প্যান্ট ছিল।
স্থানীয় রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে ওই তরুণ। তার বয়স ১৭ থেকে ১৮ বলেই ধারণা করা হচ্ছে। তার পরিচয় পাওয়া যায় এমন কিছু প্যান্টের পকেটেও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলের কয়েকজনের সাথে কথা বলেও সঠিক ঘটনা জানা যায়নি। কেউ বলছেন ট্রেন থেকে পড়ে গেছে আবার কেউ বলছেন রাস্তা পার হতে গিয়ে এ ঘটনা। আবার আত্মহত্যার বিষয়েও কেউ কেউ বলছেন। তদন্ত সাপেক্ষে সঠিক কারণ বলা যাবে। মরদেহ কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে এবং ফরেনসিক ডিপার্টমেন্টও পরীক্ষা করবেন।
এদিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শহিদুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ২২২ নম্বর ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে পৌছায় ১২টা ৫০ মিনিটে। এর মাত্র পাঁচ মিনিট পূর্বে ২নং নম্বর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।

সংবাদ প্রকাশঃ  ০৩১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ