রাজগঞ্জ বাজা‌রে বি‌শেষ টাস্ক‌ফোর্স অ‌ভিযান, জ‌রিমানা

সিটিভি নিউজ।। আজ কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ বাজা‌রে নিত‌্যপ‌ণ্যের মূল‌্য নিয়ন্ত্রণে বি‌শেষ টাস্ক‌ফোর্স ক‌মি‌টির অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে সম্প্রতি গ‌ঠিত জেলা বি‌শেষ টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সদস‌্যরা অংশগ্রহণ ক‌রেন। অ‌ভিযা‌নে জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট শ্রী রতন কুমার দত্ত, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম, কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্ত‌রের প্রতি‌নি‌ধি, ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি ও ছাত্র প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন। ক‌মি‌টির সদস‌্যরা বাজা‌রের চাল, মাছ, মাংস, সব‌জি, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চি‌নিসহ বি‌ভিন্ন নিত‌্যপ‌ণ্যের মূল‌্য পর্যবেক্ষণ ক‌রেন, প্রয়োজনীয় দিক নি‌র্দেশনা দেন। ব‌্যবসায়ী‌দের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ কর‌তে ব‌লেন। অ‌ভিযা‌নে নিষিদ্ধ প‌লি‌থিন ব‌্যবহার করায় বিজ্ঞ নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কর্তৃক প‌রি‌বেশ আই‌নে ১‌টি প্রতিষ্ঠান‌কে ২ হাজার টাকা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কৃ‌ষি বিপণন আই‌নে এক‌টি মু‌দির দোকানী‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তাতে প্রতারিত করা ও ব‌র্ধিত মূ‌ল্যে নিত‌্যপণ‌্য বি‌ক্রি করায় ভোক্তা অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ৩টি প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদের সতর্ক করা হয়। তদার‌কি করা হয় অর্ধশত নিত‌্যপ‌ণ্যের দোকান। স‌চেতনতা বৃ‌দ্ধির জন‌্য ছাত্র প্রতি‌নি‌ধি‌দের মাধ‌্যমে লিফ‌লেট বিতরণ করা হয়। অ‌ভিযা‌নে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং বাজার ক‌মি‌টির নেতৃৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।
সংবাদ প্রকাশঃ =০৩-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন