মুরাদনগরে মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ্যে প্রদর্শন ও ফরাসি প্রেসিডেন্টের বিরুপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের নাগেরকান্দি তিতাস চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন স্থানীয় যুবসমাজ।
রঘুনাথপুর দারুল সুন্নাত নেছারিয়া মাদ্রাসার প্রভাষক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মো: মোতালিব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মো: বশিরুল ইসলাম, ডা. মু মোশারফ হোসেন, নাগেরকান্দি সুরেসদ্দি কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মু. এরশাদ মিয়া, আলী হোসেন ব্যাপারী ও মুকবল হোসেন মাষ্টার।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে বিশ্ব মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সকল পণ্য বিশ্ব মুসলিম বর্জন করতে শুরু করেছে। বাংলাদেশকেও সরকারি ভাবে ফরাসির সকল পন্য বর্জন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। সাথে সাথে তারা কটুক্তিকারীদের বিরুদ্ধে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়। বক্তারা রাসুল (সাঃ) সহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অনন্তপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আতিকুর রহমান, কুমিল্লা জেলা বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্র হিজবুল্লারহর সাধারন সম্পাদক মো.শাহ আলী, ডুমুরিয়া দক্ষিনপাড়া জামে মসজিদের ইমাম মো. খবির হোসেন, জসিম মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা শামিম মিয়া, সবুজ মিয়া, সিরাজুল ইসলাম বাবু, বজলুর রহমান, মাসুম মিয়া, সাদেক মিয়া প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে আলেম-উলামা, ইমাম, মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহন করেন। এসময় বিভিন্ন এলাকা হতে শতশত মুসল্লী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানবন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন।

সংবাদ প্রকাশঃ  ১৩১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email