সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা===================
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত তামজিদ হাসান আপন (১৯) অর্থ সংকটে চিকিৎসা করাতে পারেছন না। হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামজিদ ১৯ জুলাই ঢাকার রায়েরবাগ (কদমতলী থানার সামনে) পুলিশের গুলিতে আহত হয়। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোপদুয়া গ্রামের মরহুম আবুল বাশারের ছেলে। পিতা নেই তাই তাকে সংসারের হাল ধরে পরিবারের খরচ যোগাতে লেখাপড়ার পাশাপাশি ঢাকার নবাবপুর আল জাফর মার্কেটে মেসার্স শৈবাল এন্টারপ্রাইজে চাকুরী করতেন।
তামজিদ হাসান বলেন, ১৯ জুলাই শুক্রবার দিনটা ছিল আমার জন্য একটা খারাপ দিন। ওই দিন বিকাল ৫টার দিকে ঢাকার রায়েরবাগে ছাত্র ভাইদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে মিছিলে বের হয়ে পড়ি। হঠাৎ পুলিশের সামনে পড়ে যাই। পুলিশ আমাকে ঘেরাও করে ধরে এক হাত দূর থেকে গুলি করে। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার বুকে হাতে গুলি লাগে। অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়ে পুলিশের কাছ থেকে দূরে পালিয়ে যাই। ঘটনার স্থান থেকে কিছু দুর যাওয়ার পর আমার মামাতো ভাইয়েরা আমাকে নিয়ে হাসপাতালে যায়। কিন্তু কোন হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ভর্তি নেয় না। পরবর্তীতে এক মামার মাধ্যমে আমাকে অরসং হাসপাতালে ভর্তি করা হয়। পর পর কয়টা অপারেশন করা হয়। এতে অন্তত ৫লক্ষাধিক টাকা ব্যায় হয়েছে। দীর্ঘ একমাস সাতদিন চিকিৎসা নিয়ে আমি হাসপাতাল থেকে রিলিজ পাই। এখনো আমার বুকের ও হাতের রগের অপারেশন বাকি। সেটা আরও দেড় মাস পরে। ব্যায় হবে অন্তত ৪লক্ষাধিক টাকা। জানিনা এ টাকা কোথায় থেকে যোগাড় করব। আল্লাহ কি আমাকে আমার হাতটা আবার ফিরিয়ে দিবে।
তামজিদের মা নাছিমা বেগম বলেন, আমার স্বামী নেই তার পরও ছেলের চিকিৎসায় ধারদেনা করে ইতিমধ্যে অনেক টাকা ব্যায় করেছি। সামনে আরো অনেক টাকার প্রয়োজন। সরকারী বা কোন দলীয় ভাবেও কোন সহযোগীতা পাই নাই। কিন্তু কোথায় থেকে এ টাকা যোগাড় করব তা নিয়ে খুব চিন্তায় আছি। সংবাদ প্রকাশঃ =৩১-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত অর্থ সংকটে চিকিৎসা করাতে পারছেনা তামজিদ হাসান
আরো সংবাদ পড়ুন