নারায়ণগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৮ জনে। এদিকে নতুন করে আরও ১৫ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, সদরে ৪ জন, বন্দর ১ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ১ জন। এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩১৭ জনে। মোট সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৯৫৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৫২ হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৫ জনের।
বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এই আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২৬ হাজার ৮৩ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৬৩৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৯ জন ও মারা গেছেন ৫জন, আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ৬৩৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁ উপজেলায় আক্রান্ত ৬৬৫ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত ১ হাজার ৩৫৯ জন ও মারা গেছেন ১২ জন।  সংবাদ প্রকাশঃ  ১১১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email