Friday, November 15, 2024
spot_img
More

    মুরাদনগরে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    ক্যাপশনঃ মুরাদনগর উপজেলায় শিক্ষার্থীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

    সিটিভি নিউজ।। মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
    কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।
    মঙ্গলবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায় নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছেন। কয়েকজন ছাত্রকে চুল কেটে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। এই মামলাবাজ শিক্ষক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী, সাবেক সভাপতিসহ কমিটির ৫জন সদস্য এবং ৭জন অভিভাবকের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের প্রায় ৪লক্ষ টাকা আত্মসাত করেছেন। এতোকিছুর পরেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করে একটি ভিডিও পোস্ট করেছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা ক্লাস না করে বের হয়ে যায়। সকলেই শিখা রানীর পদত্যাগ চায়। তাকে কেউ বিদ্যালয়ে চায় না। এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে অব্যাহতি দিতে হবে।
    সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বনিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, আবদুল ছাত্তার, নাছির উদ্দিন নয়ন। বক্তব্যে সকলে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায়ের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেন। সংবাদ প্রকাশঃ =২৯-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments