মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একই গ্রামের আদিবাসী ৫ কৃষকের

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:==============
নওগাঁর মহাদেবপুরে বালুর ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ আদিবাসী কৃষকের। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে মহাদেবপুর টু পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শীবপুর পাটকাটি মোড় নামক স্থানে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের ৬ জন আদিবাসী কৃষক দুটি চার্জার ভ্যান নিয়ে শনিবার ভোর রাতে হলুদ বিক্রয়ের জন্য মহাদেবপুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। চার্জার ভ্যান দুটি পত্নীতলা টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শীবপুর পাটকাটি
মোড়ে পৌছলে মহাদেবপুর থেকে পত্নীতলা অভিমুখী একটি বালুর ড্রাম ট্রাক তাদের দুটি চার্জার ভ্যানে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ সময় শব্দ ও চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং গুরুতর আহত ৫জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষনা করেন এবং বিপ্লব কুমারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহতরা হলেন উপজেলার নূরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৫), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), পিতা জটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মাংড়া উড়াও এর ছেলে সঞ্চু উড়াও (৫০) ও অনীল পাহান বাটুর ছেলে বিপ্লব কুমার (২৫) । মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। সংবাদ প্রকাশঃ ৩১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন