টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা,পুত্রবধূ আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি===== কক্সবাজারের টেকনাফ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারী হলেন মনোয়ারা বেগম মনু (৪৫)। তিনি জাহাজপুরা, মাঠপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী মোহাম্মদ রফিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম নিজ ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২৬) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

অভিযুক্ত ছেনুয়ারা বেগমের স্বামী মোহাম্মদ ইদ্রিস। তার বাড়ি উনচিপ্রাং ক্যাম্প এলাকায়। পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। ডিভোর্স-পরবর্তী পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আহত অবস্থায় মনোয়ারা বেগমকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া তদন্ত ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার। ঘটনার পরপরই অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংবাদ প্রকাশঃ ৩১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন