সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলের বিরতিতে নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তামিম মাহমুদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান। তামিম মাহমুদ উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের প্রবাসী মোঃ মহসিনের বড় ছেলে এবং শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গত ২৬ জানুয়ারি দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তামিম মাহমুদের অকাল মৃত্যুতে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ প্রকাশঃ ৩১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com