সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি ==================
বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ - লাকসাম ) আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে গেছেন। তিনি সারাটা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কখনো কারো সঙ্গে আপস করেননি।এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, কুমিল্লা- ৯ আসনের মনোনয়ন প্রত্যাশী ড,রশিদ আহম্মেদ হোসাইনি, একে এম,জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, সিনিয়র সহসভাপতি শাহ্ সোলতান খোকন, শরিফ হোসেন চেয়ারম্যান, এস,এম,মুনছুর,আবদুল মতিন চেয়ারম্যান,মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো,জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বিএনপির নতা রুলআমিন, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্যাহ জিকু,যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম, যুবদল নেতা মোজাম্মেল হোসেন, হাসান পাটোয়ারী,মনির হোসেন, জসিম উদ্দিন মেদী, মিনারা হোসেন, জসিম উদ্দিন টিপু।শুক্রবার (৩০জানুয়ারি) বিকেলে মৈশাতুয়া ইউনিয়নে নীলকান্ত ডিগ্রী কলেজ মাঠে ও রাত ৯ টায় খনাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন,নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। তারা স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা এ দেশের মানুষের জানা আছে।দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।তারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার শত্রু ছিল। আমরা হলাম স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদের চারবার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। আমরা জানি রাষ্ট্র, জনগণ কিভাবে চালাতে হয়। আমি দেশনায়ক তারেক রহমানের ২৬ বছরের পরীক্ষিত সৈনিক।এই দল এই দেশের আপামর জনসাধারণের দল।জনতার ভোটে সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।
দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে। সংবাদ প্রকাশঃ ৩১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com