চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার জনসভায় দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের ঐক্য “কখনো জামায়াতের কোনো নেতা-কর্মীর দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি” — অনিল চন্দ্র দেবনাথ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান====
কুমিল্লার চৌদ্দগ্রামে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জনসভা ডাঃ তাহেরের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
জনসভায় অংশ নিয়ে সনাতনী সম্প্রদায়ের সভাপতি ও শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ বলেন,
“আমরা কখনো জামায়াতের কোনো নেতা-কর্মীর দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি। বরং এই এলাকায় যখনই কোনো সমস্যা হয়েছে, তখন জামায়াতের লোকেরাই আমাদের নিরাপত্তা দিয়েছে।”
তিনি আরও বলেন, “একসময় রাজনৈতিক নিপীড়ন ছিল, কিন্তু তাহের ভাইয়ের ভূমিকার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পেরেছি। আমরা সনাতনী ধর্মাবলম্বীরা ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
জনসভায় একে একে শিক্ষক, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সমাবেশকে করে তোলেন ব্যতিক্রমধর্মী। স্থানীয়দের মতে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না—শুধু অতি জনপ্রিয় ব্যক্তিত্বের ক্ষেত্রেই এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনের পূর্বেই জনসভায় বক্তব্য দেন একাধিক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা। তাঁদের বক্তব্যে ডাঃ তাহেরের সততা, মানবিকতা ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রশংসা উঠে আসে।
বক্তব্য রাখেন ৩ নং কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, ৯ নং কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার এবং বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।
জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মজিবুর রহমান বলেন,
“আমি জামায়াতে ইসলামীর কেউ নই। কিন্তু আমরা সকল মুক্তিযোদ্ধারা এক হয়েছি তাহের ভাইকে ভোট দেওয়ার জন্য। উপজেলার প্রায় ষাটভাগ মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে।”
৪ নং শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন বলেন,
“সাবেক ও বর্তমান সকল চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে তাহের ভাইকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বক্তাদের বক্তব্য ও উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি পরিণত হয় ডাঃ তাহেরের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায়ের এই ঐক্য চৌদ্দগ্রামের নির্বাচনী রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
ক্যাপশনঃ
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় সামাজিক বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবিতে স্টেজে বক্তব্য রাখছেন সনাতনী ধর্মাবলম্বী নেতা ও শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ। সংবাদ প্রকাশঃ ৩১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন