৯ম পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ

৯ম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে কুমিল্লার ‘মুরাদনগর উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ ================
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে ‘মুরাদনগর উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুনসহ উপজেলা চত্বরে জমায়েত হতে থাকেন। দুপুরের দিকে অর্ধশতাধিক কর্মচারীর উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ সরকারি কর্মচারীরা আজ চরম আর্থিক সংকটের মুখোমুখি। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো দুরুহ হয়ে পড়ায় জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে-স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুননির্ধারণ না হওয়ায় এবং গেজেট প্রকাশে বিলম্বের কারণে কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। প্রজাতন্ত্রের কর্মীরা নিরলস পরিশ্রম করলেও তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া দুঃখজনক। সমাবেশে উপস্থিত কর্মচারীরা বৈষম্যহীনভাবে দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হলেও কর্মচারীরা তাদের দাবি আদায়ে দৃঢ় অবস্থানের কথা জানান এবং অনতিবিলম্বে সরকারি উদ্যোগের আহ্বান জানান। পরিশেষে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মচারীরা তাদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=