সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, নারী নির্যাতন ও দুই বছরের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ২৮ জানুয়ারি উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জহিরুল ইসলাম শিমুল ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, প্রতিবেশী মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মাসুদ রানা (২৮), তার বাবা মোঃ খোরশেদ আলম (৫০) ও ডাঃ আঃ সালাম (৬০)।
অভিযোগ সূত্রে ও মোঃ জহিরুল ইসলাম শিমুল জানান, দীর্ঘ তিন বছর ধরে নিজ বাড়িতে পানির ডিপ মেশিন ব্যবহার করে আসছে। এ নিয়ে বিবাদীদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টায় অভিযুক্ত খোরশেদ আলম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা আপোষ মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
এরই ধারাবাহিকতায় একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকায় ভুক্তভোগীর বসতবাড়ির সামনে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে ভুক্তভোগী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
অভিযোগে বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্ত মাসুদ রানা ভুক্তভোগীর দুই বছরের শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে অভিযুক্তরা মামলা করলে পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকিও দেয়। স্থানীয়ভাবে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com