কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

সভাপতি-মোহাম্মদ আলী খাঁন, সাধারণ সম্পাদক-মোঃ জহিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক-মোঃ নজির মিয়া
সিটিভি নিউজ।। ওমর শারিদ বিধানঃ সংবাদদাতা জানান== কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন কমিটি। আজ ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার কুমিল্লা নগর ভবনের মিলনায়তনে এক বিশেষ সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের উপদেষ্টা, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী খাঁন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম খোকন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ নুরু মিয়া। পাঁচজন সহ-সভাপতি হলেন— মোঃ আল আমিন রাসেল, মোঃ মিজানুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, মুশফিকুর রহমান সিহাব ও মোঃ আনিছুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ হাছান বসরী চয়ন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ নাজিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করবেন মোঃ নজির মিয়া, এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পী। এ ছাড়া প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুল মতিন বিলাস, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ আবদুল করিম, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ ফয়সাল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরন্নবী সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাছির, এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাঃ রওশন আক্তার রেখা। এ ছাড়াও বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন একাধিক কার্যনির্বাহী সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন,ঐক্যবদ্ধ থাকলে নগরবাসী সঠিক ও মানসম্মত সেবা পাবে। তিনি আরও বলেন, কেউ কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ করবেন না। সামনে নির্বাচন থাকলেও এই পরিষদ কোনো প্রতীকের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। সমাপনী বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির সভাপতি আবদুল করিম এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সব কমিটি একসাথে মিলেমিশে কাজ করবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।