সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : ৩০ জানুয়ারি দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-বিপ্লবী চলচ্চিত্রকার-প্রখ্যাত কমিউনিস্ট নেতা-শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের অন্তর্ধান দিবস। এই উপলক্ষে আজ ২৯ জানুয়ারি বিকাল ৪টায় সমতটের কাগজ-এর আয়োজনে কুমিল্লা নিউমার্কেটে ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টারে দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-প্রখ্যাত সাহিত্যিক-বিপ্লবী চলচ্চিত্রকার-শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান-এর অন্তর্ধান দিবসে স্মরণসভার আয়োজন করা হয়। কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। অনুষ্ঠানের শুরুতে জহির রায়হানের চলচ্চিত্র, সাহিত্য কর্ম ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৃজনশীল লেখক-অধ্যাপক রাহুল তারণ পিন্টু, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম বাবু, প্রগতিশীল রাজনীতিবিদ-শেখ আবদুল মান্নান, জোড়া শালিক-এর অন্যতম কর্ণধার কবি-সৃজনশীল লেখক-শিল্পী হালিম আবদুল্লাহ, বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর গীতিকার আবুল হাসেম আল মামুন। সম্মানিত অতিথি ছিলেন কাব্য কথা সাহিত্যি পরিষদ কুমিল্লার সভাপতি-রসিক কবি মো: আবদুল কাইয়ুম, গীতিকবি সফিকুল ইসলাম ঝিনুক, বোদ্ধাপাঠক-সৃজনশীল লেখক ঠাকুর জিয়া উদ্দিন। জহির রায়হানের অন্তর্ধান দিবসে বক্তব্য রাখেন কবি-গীতিকার শিপন হোসেন মানব, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, কবি এমদাদুল হক ইয়াছিন প্রমুখ। অনুষ্ঠানে শাহ আবদুল করিম-এর গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ভূষণ সূত্রধর।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, ৩০ জানুয়ারি দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-বিপ্লবী চলচ্চিত্রকার-প্রখ্যাত কমিউনিস্ট নেতা-শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের অন্তর্ধান দিবস। ২০১৬ সাল থেকেই দেখে আসছি জহির রায়হানের অন্তর্ধান দিবসকে সামনে রেখে সমতটের কাগজ-এর মাধ্যমে ব্যতিক্রমধর্মী স্মরণসভার আয়োজন করা হয়। এই ধরনের ব্যতিক্রম আয়োজন বর্তমান সময়ে সচরাচর দেখা যায় না। সমতটের কাগজ-এর মাধ্যমে সম্পাদক জামাল উদ্দিন দামালের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হলে জহির রায়হান চর্চা অপরিসীম। আমরা আশা করছি আগামী দিনগুলিতে এই ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে। আরও সমৃদ্ধভাবে এমন ধরনের উদ্যোগ গ্রহণ করবে সমতটের কাগজ-সেই আশাবাদ ব্যক্ত করছি। সংবাদ প্রকাশঃ ৩০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com