রামচন্দ্রপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার আবদুল আউয়াল।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান=== ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার আবদুল আউয়াল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান এবং আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহজাহান।
এবারের প্রতিযোগিতায় মোট ৩৭টি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট গুলোর মধ্যে ছিল দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও গোলক নিক্ষেপসহ বিভিন্ন রোমাঞ্চকর খেলা। অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক নাচে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অধ্যাপক আবদুল মজিদ কলেজের সাবেক জিবি সদস্য হাজী মনিরুল হক ও মোসলেম উদ্দিন সরকার, সোনামিয়া মোল্লা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার গোলাম মোস্তফা এবং সাদেক হোসেন মেম্বারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার আবদুল আউয়াল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে পুরো বিদ্যালয় এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। সংবাদ প্রকাশঃ ২৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=