দেবীদ্বার: যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে ৪ তরুণের কারাদন্ড

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) (সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ দল দেবীদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চার তরুণকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতে এবং অপর দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯) (ক) ও ৩৬(৫) ধারায় চারজনকেই দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন,- দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), মৃত আবুল কাসেমের ছেলে মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ফখরুল ইসলামের ছেলে মো. রাহিমুল ইসলাম (১৮)।
এ বিষয়ে দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মঈসুদ্দিন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে আটক ৪ তরুণ,- সাইফুল ইসলাম(১৮), মো. ওমর ফারুক(১৮), রাকিব হাসান(১৮) ও রাহিমুল ইসলাম(১৮)’র ছবি। ছবি-থানা পুলিশ থেকে সংগৃহীত।
সংবাদ প্রকাশঃ ২৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=