ঐতিহাসিক নির্বাচনী জনসভায় ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল স্বাগত মিছিল লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে — কাজী দ্বীন মোহাম্মদ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা সংবাদদাতা জানান====
দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত কুমিল্লা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা নগরীতে সৃষ্টি হয়েছে ব্যাপক গণউদ্দীপনা। সেই প্রেক্ষাপটেই আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরীতে অনুষ্ঠিত হয় এক বিশাল স্বাগত মিছিল।
এদিকে জনসভাকে ঘিরে কুমিল্লা টাউন হল মাঠ ও বীরচন্দ্র মিলনায়তন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বীরচন্দ্র মিলনায়তনের দ্বিতীয় তলার দক্ষিণমুখী বারান্দায় মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। পুরো এলাকা এখন নির্বাচনী আমেজে মুখরিত।
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে আয়োজিত এ স্বাগত মিছিল বিকাল থেকে ঐতিহাসিক টাউন হল মাঠকেন্দ্রিক শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হাজার হাজার নেতাকর্মীর পদচারণা ও মুহুর্মুহু স্লোগানে কান্দিরপাড় এলাকা কেঁপে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীরা
“ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই”,
“দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়ি”,
“দাঁড়িপাল্লায় ভোট দিন”
এমন স্লোগানে পুরো নগরী মুখরিত করে তোলে।
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে আয়োজিত এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“আগামীকাল ৩০ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান কুমিল্লা ৬ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করবেন। এই জনসভায় লাখো মানুষের উপস্থিতি হবে এবং এটি কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আগামীর কুমিল্লা হবে দুর্নীতি, সন্ত্রাস ও রাহাজানিমুক্ত একটি জনকল্যাণমুখী শহর। এই পরিবর্তনের সূচনা হবে আগামীকালের জনসভা থেকেই।”
স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান, মাওলানা কাইয়ুম মজুমদার, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন,
এজিএস অধ্যাপক শহিদুল্লাহ, মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি মোঃ নাজমুল হাসান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, এই বিশাল স্বাগত মিছিল প্রমাণ করে কুমিল্লা–৬ আসনে পরিবর্তনের পক্ষে জনমতের দৃঢ় অবস্থান। তাদের প্রত্যাশা, আগামীকালের জনসভা কুমিল্লার রাজনীতিতে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ক্যাপশন
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল স্বাগত মিছিলে কুমিল্লা ০৬ আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে নায়েব আমীর মাস্টার মোসলেউদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, কামরুজ্জামান সোহেল, মাওলানা কাইয়ুম মজুমদার, অধ্যক্ষ মোশাররফ হোসাইন। সংবাদ প্রকাশঃ ২৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন= ।