দেবীদ্বারে সেনা অভিযানে নারীসহ ৫ চিহ্নিত মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ============
কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ নারীসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদের নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ১৯) দায়ের করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন,- দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের সাহেব আলী মেম্বারের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বিল্লু (৩৫) ও তার ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক (মনু মেম্বার)’র ছেলে মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (২৩)।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন জানান, সেনা অভিযানে আটককৃত মহসীনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লুর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ দখলসহ নানা অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের সিজার তালিকা প্রস্তুত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে সেনা অভিযানে আটক ৫ মাদক কারবারি,- বিল্লু, জালাল, মহসীন, আমেনা ও পাভেল (থানা পুলিশ থেকে সংগৃহীত)। সংবাদ প্রকাশঃ ২৮-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=