হোমনায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-১

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=======
কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, নগদ টাকাসহ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
সোমবার(২৬ জানুয়ারী) ভোরে ৪টায় হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাকিবুস সালেহীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে১ টি রিভলবার,৩টি দেশীয় বন্দুক, বন্দুক তৈরীর যন্ত্রাংশ, অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব এবং নগদ ১৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাকিবুস সালেহীন জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম রাজাপুর গ্রামের মনির নামে এক চিহ্নিত সন্ত্রাসীর তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন