মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে ৩০ জানুয়ারির জনসভায়

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা ============
২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার ঐতিহাসিক নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক কাজের পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
নেতারা জানান, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে মাঠে থাকবে জরুরি চিকিৎসা সেবা ক্যাম্পসহ তাৎক্ষণিক সমস্যার সমাধান ব্যবস্থা।
এ জনসভায় দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। গত দেড় বছর ধরে কুমিল্লার আনাচে–কানাচে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে তাদের চাহিদা ও প্রত্যাশা তিনি তুলে ধরবেন বলেও জানা গেছে। কুমিল্লাবাসীর দাবি—একজন সৎ ও দূরদর্শী নেতৃত্ব যিনি কুমিল্লাকে একটি আধুনিক ও প্রথম শ্রেণীর শহরে উন্নীত করতে কাজ করবেন।
নেতারা বলেন, কুমিল্লার ঐতিহ্য ও সম্ভাবনা অনেক। ত্রিপুরার সাবেক রাজধানী কুমিল্লা আজও বিভাগ হতে পারেনি। একসময় চালু বিমানবন্দর থাকলেও তা বন্ধ হয়ে গেছে। যানজটসহ নগর ব্যবস্থাপনায় নাজুক পরিস্থিতিতে কুমিল্লাবাসী সঠিক নেতৃত্বের অপেক্ষায়। কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইনসহ রেল, নৌ, স্থলবন্দর, বিমানবন্দর ও পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করবেন,
এছাড়াও গোমতী নদীকে কেন্দ্র করে নান্দনিক পর্যটন শিল্প ও কুমিল্লার ঐতিহাসিক কোটবাড়িকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি জনসভায় ঘোষণা করা হবে বলেও জানা গেছে। নেতারা আশা করেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুমিল্লার এ অগ্রযাত্রা বাস্তবায়নের রোডম্যাপ জনসভায় উপস্থাপিত হবে।
দিনটি স্মরণীয় করে রাখতে কুমিল্লা টাউন হল মাঠে লাক্ষাধিক মানুষের উপস্থিতিতে শহর ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, যুববিভাগের সেক্রেটারী মোঃ আবুল কালাম পাটোয়ারী সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=