পার্বতীপুরে কৃষকদের ন্যায্য অধিকার ও সেচ ব্যবস্থাপনায় বরেন্দ্র কর্তৃপক্ষের দুর্নীতিমুক্তির দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :=============
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কৃষকদের ন্যায্য অধিকার আদায় এবং কৃষি সেচ ব্যবস্থাপনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে গভীর নলকূপ মালিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও স্থানীয় কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন গভীর নলকূপ মালিক কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. মমিনুল হক ফারাজি, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি মো. মনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা।বক্তারা বলেন, বৈষম্যহীন সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মালিকানাধীন গভীর নলকূপ, বিআরডিসি পাটনার নলকূপ, বিএমডিএ গভীর নলকূপ এবং কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য ক্ষুদ্র সেচ মিটারসমূহের জন্য একই নিয়মে বিদ্যুৎ সেচ চার্জ (বিল) কার্যকর করতে হবে।তারা আরও অভিযোগ করেন, গণভূ পার্টিসিপেশন ফি প্রদান করে দীর্ঘ ১৬-১৮-২০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে এসব গভীর নলকূপ পরিচালনা করে আসলেও বর্তমানে চরম আমলাতান্ত্রিক জটিলতা সেচ কার্যক্রমে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে দাঙ্গা-হাঙ্গামা, বিশৃঙ্খলা এবং মামলা-মোকদ্দমা বাড়ছে, যা কৃষকদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ পরিস্থিতির দ্রুত সমাধান না হপার্বতীপুরে কৃষকদের ন্যায্য অধিকার ও সেচ ব্যবস্থাপনায় বরেন্দ্র কর্তৃপক্ষের দুর্নীতিমুক্তির দাবিতে মানববন্ধনলে ভবিষ্যতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের কাছে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি আন্দোলনকারীরা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন