দেবীদ্বারে অবৈধ মাটি কাটায় দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =============
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমতিবিহীনভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকার পানুয়ারপুলের ‘এসবিসি’ ইটভাটা ও ভিংলাবাড়ির ‘একতা’ ইটভাটাকে পৃথক দুই মামলায় ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
‘ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩’-এর ১৫(১) ধারায় এই দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ বিপর্যয় থেকে মানুষের জান-মাল, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কৃষিজমি ও গোমতী নদী থেকে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, মাটি খেকো চক্র রাতের আঁধারে ও পাহারাদার বসিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে মাটি উত্তোলন করছে।
তিনি আরও বলেন, ‘ওরা যতই অভিনব কৌশল নিক, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা প্রতিরোধে কঠোর অভিযান চলবে।’
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে অবৈধ ইটভাটায় অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে অন্যান্যরা। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=