মনোহরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে আটক-১০

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ =============
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ১০ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার দিবাগত রাতে উপজেলার ঝলম (উঃ) ইউপির চৌরাইশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজুর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত প্রায় বারোটায় উপজেলার ঝলম (উঃ) ইউপির চৌরাইশ গ্রামের চৌরাইশ সরকারি প্রথিমিক বিদ্যালয়ের একটি কক্ষে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ১০ জন সদস্যকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের জিম্মায় নেয় মনোহরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন জোবায়ের হোসেন রকি (১৯), মো. পারভেজ (২৬), আব্দুল কাদের (২২), আব্দুল রাজিব (২০), নাহিদ হোসেন মুন্না (২০), নাজমুল হোসেন হৃদয় (২০), কাউসার আলম (২০), মো. রাসেল (২০) রায়হান (২০), আরমান মজুমদার (২০) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি জয়েন্ট পাইপ ও তাদের বহনকারি দুইটি সিএনজি উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকালে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=