জাইকার আয়োজনে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক স্কুল জীবনে ফেরাতে এ উদ্যোগ

সিটিভি নিউজ।। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) আয়োজনে আজ (২৫ জানুয়ারি) মাইলস্টোন স্কুল ও কলেজের উত্তরা ক্যাম্পাসে এক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন ক্রিকেট তারকা মু্শফিকুর রহিম। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের মনের আতঙ্ক দূর করা এবং মানসিক আঘাত কাটিয়ে আবার স্বাভাবিক স্কুল জীবনে ফিরতে সহায়তা করবে এ উদ্যোগ।
কমিউনিটির মধ্যে একাত্মতা জোরদারে আয়োজিত এই থেরাপিউটিক অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল মাইলস্টোন স্কুল ও কলেজ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জাপানের এমইউএফজি ব্যাংক ও একমাত্রা সোসাইটি।
মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনার মানসিক ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে অনেক শিক্ষার্থী। এ ট্র্যাজেডি শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারসহ দেশবাসীর মনে গভীর প্রভাব ফেলে। ট্র্যাজেডির পরবর্তী মাসগুলোতে প্রায় একশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনিয়মিত উপস্থিত হতে থাকে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও স্কুলের সাথে সংযোগ উল্লেখযোগ্যভাবে কমে যায়। শিক্ষার্থীরা যেন মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে, এজন্য কাউন্সেলিং সহায়তা প্রদানের পাশাপাশি স্কুলে তাদের ইতিবাচক স্মৃতি তৈরিতে উদ্দীপনামূলক সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে জাইকা এবং এ আয়োজনের অন্যান্য অংশীদারেরা।
ক্রিকেটসহ বিভিন্ন খেলা ও দলগত নানা কার্যক্রম নিয়ে আয়োজিত এ ক্রীড়া উৎসবের উদ্দেশ্য ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য আনন্দের আবহ তৈরি এবং তারা যেন আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এমন অনুকূল পরিবেশ তৈরি করা। সঙ্কটের সময়ে শিশুদের সামগ্রিক বিকাশে মডেল কার্যক্রম হিসেবে জাইকা এবং মাইলস্টোন স্কুল ও কলেজের অংশীদারিত্ব জোরদার করেছে এ উদ্যোগ।
উৎসবে মু্শফিকুর রহিমের উপস্থিতি আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত করে। বিকেএসপি’র প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সফলতা অর্জনের অনন্য দৃষ্টান্ত। তার উপস্থিতি ও সকল বাধা পেরিয়ে সফলতা অর্জনের যাত্রা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও তাদের মধ্যে আশার সঞ্চারে ভূমিকা রাখে। উল্লেখ্য, বহু বছর ধরেই বিকেএসপি’র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাইকা। বিগত বছরগুলোতে দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়নে জাইকার মাধ্যমে ৩০ জন জাপান ওভারসিস কো-অপারেশন ভলান্টিয়ার বিকেএসপি’র সাথে কাজ করেছেন। মুশফিকুর রহমানের উপস্থিতি জাইকার বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ক্রীড়া উৎসবে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। খেলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে আনন্দময় পরিবেশে সময় কাটায়। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=