কোন কোন দল বলছে আমরা নাকি মানুষকে ধোকা দিচ্ছি: চৌদ্দগ্রামে তারেক রহমান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান =====
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বিএনপি সরকার গঠন করলে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। কোন কোন দল বলছে আমরা নাকি মানুষকে ধোকা দিচ্ছি- আমরা দেশের মানুষকে ধোকা দিলে কোন লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোয় আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষকে জবান দিচ্ছি আমরা চেষ্টা করবো সেটা রাখার জন্য। প্রান্তিক মাঝারি কৃষক ভাই যারা আছে আমরা আগে তাদের কাছে পৌছাতে চাই। আমরা প্রান্তিক কৃষকদের জন্য কৃষি কার্র্ড এর ব্যবস্থা করবো।
তারেক রহমান আরো বলেন, দেশের বড় সমস্যা বেকার সমস্যা বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষন দিয়ে প্রশিক্ষিত করতে চাই। ঘরে বসে আমাদের মা বোনেরা বিভিন্ন জিনিস তৈরি করে আমরা তাদের ছোট ছোট ব্যাংক ঋণের ব্যবস্থা করবো এবং তৈরি করা সেই জিনিসগুলো বিদেশে রপ্তানির ব্যবস্থা করবো।

তিনি রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আসনের প্রার্থী মোঃ কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

বিএনপির চেয়াম্যান আরো বলেন, আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। তারা হলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম। আমরা ক্ষমতায় গেলে তাদের মাসে মাসে একটি সম্মানি ভাতা ও প্রশিক্ষনের ব্যবস্থা করো ।
তিনি আরো বলেন, আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোন লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের জন্য কি করবো মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়ন কাজ শুরু করবো। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না।
তারেক রহমান আরো বলেন, ২০২৪সালের ৫ আগষ্টের পর দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, সেই সাথে মানুষ তাদেরও পরিবর্তন চায়। তাদের সন্তান যেহেতু ভালো শিক্ষা পায়, পরিবার যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা বানিজ্য আর চাকরি করতে পারে তারা সেই পরিবর্তন চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রæয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপিই একমাত্র বলছে দেশের কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার সমস্যার সমাধান, নারীদের ক্ষুদ্র ঋণ, ইমাম মোয়াজ্জেমদের সম্মানির ব্যবস্থা করবে। মা বোনদের চিকিৎসার সুবিধার্থে আমরা ১ লক্ষ হেলথ কেয়ার করবো।
তিনি আরো বলেন, এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন, তারপর ভোটের লাইনে দাড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন যেহেতু কেউ ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহাড়া দিবেন।
চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী সহ আরো অনেকে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকে চৌদ্দগ্রাম এইচ.জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়। মাঠ ছড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অবস্থান নেয় কর্মী সমর্থকেরা।
রাত সাড়ে ৮টায় তারেক রহমান সমাবেশস্থলে এসে পৌছান এই সময় মহাসড়কের ঢাকামুখি লেনে ঢাকামুখি লেনে তারেক রহমানকে বহনকারী গাড়ীটি উৎসুক নেতাকর্মীরা ঘিরে ধরেন। এই সময় তিনি হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন