শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, ২৬,৫০০ পিসসহ চালক আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===============
টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ থানাধীন মাঠপাড়া লেংগুর বিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৩৪)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির দ্বিতীয় আসনের নিচে ও চালকের বাম পাশের দরজার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি কালো টিউব উদ্ধার করা হয়। টিউবগুলোর ভেতরে স্কচটেপে মোড়ানো ১২টি পোটলায় ছিল ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তাক আহমেদ স্বীকার করেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সরবরাহকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন