নাঙ্গলকোটে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা সংবাদদাতা জানান====
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন।
সভায় ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সিসিএইচ অফিসার, কুমিল্লা সদর এবং ভিনসেন্ট ত্রিপুর, প্রোগ্রাম অফিসার, টিবি কন্ট্রোল প্রজেক্ট। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট প্রকল্প প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে ডেঙ্গু, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের রোগসহ জলবায়ু-সংবেদনশীল রোগসমূহ প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগ নজরদারি জোরদারকরণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. জয়নুল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন স্বাস্থ্যঝুঁকির বাস্তবতা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, সময়োপযোগী পরিকল্পনা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=