সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কাশিপুর বেদে পল্লীর দীর্ঘদিনের দুই গ্রুপের বিরোধের অবসান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে দীর্ঘদিন ঘরছাড়া থাকা ৪০টি বেদে পরিবার নিজ নিজ বসতঘরে ফিরে এসেছে।
মীমাংসা প্রক্রিয়ায় বেদে পল্লীর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সাবেক ইউপি সদস্য লাল্টু মিয়া এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় মনিরুল গ্রুপের শতাধিক নারী, পুরুষ ও শিশু তাদের ঘরে ফিরলে পুরো পল্লীতে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে রাসেল গ্রুপ ও মনিরুল গ্রুপের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার অভিযোগে দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করে। ফলে উভয় পক্ষের অনেক পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগে নিজ ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়।
রোববারের বৈঠকে উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করে। বৈঠকে রাসেল ও মনিরুল প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে কোনো ধরনের মারামারি বা সংঘাতে জড়াবেন না এবং পূর্ববর্তী সংঘর্ষসংক্রান্ত মামলাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবেন।
মনিরুল গ্রুপের নেতা মনিরুল বলেন, “দীর্ঘদিন পর আমরা আমাদের ঘরে ফিরতে পেরেছি। এই শান্তি যেন স্থায়ী হয়, সে জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।”
রাসেল গ্রুপের নেতা রাসেল বলেন, “ভুল বোঝাবুঝির কারণে অনেক ক্ষতি হয়েছে। আমরা আর কোনো সংঘাতে জড়াতে চাই না। সবাই মিলেমিশে থাকতে চাই।”
সাবেক ইউপি সদস্য লাল্টু মিয়া বলেন, “বেদে পল্লীর মানুষ দীর্ঘদিন আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। আজ তাদের ঘরে ফেরা আমাদের সবার জন্য আনন্দের। সবাই কথা রাখলে এই শান্তি টেকসই হবে।”
দীর্ঘদিনের বিরোধের অবসানে কাশিপুর বেদে পল্লীতে এখন স্বস্তি ও শান্তির সুবাতাস বইছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ২৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com