দৌলতপুর ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেনে জমজমাট পিঠা উৎসব-২০২৬ উদযাপিত

সিটিভি নিউজ।। ​জসীম চৌধুরী। সংবাদদাতা জানান ====
​বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্যকে ধারণ ও লালন করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৌলতপুর ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেনের পিঠা উৎসব-২০২৬। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

​প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে স্টল বসান শিক্ষার্থীরা। ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় অনেক পিঠার সমারোহ দেখা যায় স্টলগুলোতে। রঙিন সাজে সজ্জিত স্টলগুলো ছিল উৎসবের মূল আকর্ষণ।
​হাজী আলেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ও সংস্কৃতি তুলে ধরার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​জনাব সালাউদ্দিন দারোগা,​আব্দুল মালেক
• ​অ্যাডভোকেট আরিফুর রহমান টুকু,​শাহ-আলম,হেলাল উদ্দিন বশীর, ​আব্দুল আজীজ, আফজাল মিয়া, ​মিজানুর রহমান, মনির মিয়া, জহিরুল ইসলাম
​বক্তারা বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে।
​দিনব্যাপী চলা এই উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেন প্রাঙ্গণ। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন