সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা কুমিল্লা: ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের একজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আটককৃতরা হলো: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মো. কামাল (২২) ও কোতোয়ালী থানাধিন দৌলতপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া এলাকার মো. মাসুম করিম এর ছেলে আজমল হোসেন ফাহিম (২২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকার সুলতানপুর ০৬নং ওয়ার্ডের সাহেব বাড়ির পূর্বপাশে পাকা সড়কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । এ সময় সন্দেহভাজন একটি ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা তল্লাশি করে সিএনজির পিছনের সিটে বসা দুই যুবকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বলেন, গাঁজা সহ দুই আসামীকে থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com